Tuesday 28 March 2017

গল্প কথকের গল্প

গল্প কথকের গল্প
ইমেল নাঈম

দাঁড়িয়ে আছি পথের শেষে। ভুল বৃত্তের পর পরিসীমা নেই
জ্যা আঁকতে গিয়ে ছেদক এঁকে দিয়েছে সম্পর্কে দোষ নেই...
ভাষার পিঠে নতুন করে আর কোনো শব্দের জন্ম নেয়নি

গ্রামের শ্লোগানে ধান মাড়ানি কলের শব্দ পাওয়া যায়
কৃষকের আড্ডায় উঠে আসে, ট্রাক্টকের কোলাহল
সেচের জলে ডুবে গেছে গোড়ালি, মসজিদের আজান
জানান দেয় কর্মবিরতির সময়। আলিঙ্গনে কিছু
শব্দের জন্মান্তর লিখা হয়... হারিকেন আজও জ্বলে...

বিদ্যুতের বাতি নিভে গেলে কিছু স্বপ্ন লেখা যায়
উঠোন জুড়ে কিছু শান বাঁধানো রঙচঙে গল্প থাকে
দৌড়ঝাঁপ শেষ করে কেউ বসেনি পড়ার টেবিলে

ক্যাসিওর ডিজিটাল ঘড়ির দিনকাল ভালোই। সময়ের ভিড়ে
এখনো হাসছে কল্পনার বিভ্রমে। দিনালাপে থাকে মিথ্যে
প্রহসনে হাসছে একদল কিশোর মুখ, মুখোর স্বপ্নে বিভোর
হয়ে পেরিয়ে যাচ্ছে নির্ঘুম রাতের একরাশ একাকীত্ব

বহুদিন গ্রাম দেখা হয়নি আমার, তার ভগ্নাংশতেই ক্লান্ত
কপালের ঘাম মুছতে মুছতে বুঝতে পারি উষ্ণতার রকমফের
এমন গল্প অনেকক্ষণ শোনার পরেও মনে হয় গল্পের শেষ
আজো বাকি গল্প কথকের আঙুলের ভাজে ভাজে...

প্রকাশকালঃ ১৪ চৈত্র ১৪২৩


No comments:

Post a Comment