Thursday 23 March 2017

ডাকাডাকি
  ইমেল নাঈম

মধ্যরাতে শব্দের ব্যঞ্জনা মৃত হয়ে ফিরে আসে ,
কলমের ব্যর্থ আঁচড়ে স্বপ্ন আঁকছেন যে কবি
তার কাছে নতজানু হয়েছো শেষ কবে?

কার কথায় পাচ্ছো আঘাত, আঘাত সহ্য
করে  জন্মায় সব। নিজের বলেই অনেক
কিছু নেই, আবার প্রতিটি জিনিস নিজের

একটা গোলক ধাঁধায় ঘুরছি অবিরাম
নিয়ম মেনে... কক্ষপথ এখানে গন্তব্যের ছবি
আঁকেনা,  সুরের ছবিতে কোনো চিহ্ন নেই
ঐকতানে বাজছেনা পাখিদের কলরব,

বাঁধা দিওনা, অবেলায় থামার পথ আঁকেনি
কোনো শিল্পী, পটে আঁকা দৃশ্যপটে রেখেছিলো
বুনোফুল, আর তার উপর কোনো চিহ্ন নেই

আঁকিবুঁকি খেলার শেষে কিছু স্পন্দন লুকিয়ে,
একই কথার পুনরাবৃত্তি পিছনপথে নিয়ে যায়
থামার সময়ে একবার শুধু একবার চিৎকার
করে বলেছিলঃ থামো! আঘাতে রক্তাক্ত করোনা...

এরপর কেটে গেছে অবহেলার অনেক গল্প
গল্পের শেষে রয়ে গেছে জীবনের কিছু পাঠ
পরিমিতবোধে গিলে খাচ্ছে অব্যক্ত শব্দেকে
প্রাত ধ্যানে, এখনো অস্পষ্ট শুনি সেই ডাক...

প্রকাশকালঃ ০৯ চৈত্র ১৪২৩

No comments:

Post a Comment