Saturday 27 May 2017

অদলবদল

অদলবদল
ইমেল নাঈম

থেমে যায় দক্ষিণের হাওয়া, পিছনে ফিরে দেখি মেদুর স্মৃতি
বিভ্রান্ত সময়ের আলাপনে লিখেছিলাম মিথ্যে রূপকথা
গল্পের ভাজে ভাজে টিকে আছে নিঃসঙ্গতার আয়োজন,
তাকে ঘিরে রাখে ভ্যাপসা সকাল, আর দুটো মায়াবী ফিঙে

ঋণগ্রস্ত, ক্লান্ত পৃথিবীর কাছে খুব বেশি চাওয়া পাওয়া নেই
অরক্ষিত সময়ের প্রলাপে কেউ লিখে রেখেছে অবক্ষয়
আমার হাতের মুঠোতে লিপিবদ্ধ হাহাকার , এরবেশি নয়।

সম্প্রতি মনোযোগ আকর্ষণ করতে শেখা চড়ুই দম্পতির
ভেন্টিলেটর সংসার দেখে পার করে দিই বিকেলবেলা
আর অবসরের গান গাইতে গাইতে ফিরে আসছে সূর্যাস্ত

প্রলাপের মতো কিছু বাক্যালাপে অলংকারের ফাঁকগলে
বিষণ্ণ সন্ধ্যা নেমে আসে হলদে উঠোনে। চা-বিস্কুট আর
মশাদের সমবেত সঙ্গীতে কথারা অন্যরকম প্রাণ পায়।

দেখতে দেখতে পেরিয়ে যায় পঞ্জিকার একেকটি পাতা
ঋতুরা বদলে যায়, নিজেদের অদলবদল দেখতে ক্লান্ত।
গতকালের আমি আজকের আমিতেও তফাৎও অনেক।

কতটা বদলেছে সময়, বিনিময়ে পরিবেশ বদলালো কত...
তারচে' বেশি দেখিনি নিজের বদলে যাওয়ার অংকটুকু।

প্রকাশকালঃ ১৩ জ্যৈষ্ঠ ১৪২৪

No comments:

Post a Comment