Wednesday 10 January 2018

ছন্নছাড়া মানচিত্র

ছন্নছাড়া মানচিত্র
— ইমেল নাঈম 

দক্ষিণ গোলার্ধে লেখা কবিতাগুলো ভীষণ ছন্নছাড়া
সূর্যের উষ্ণতা মাপছে বসে ঘেমে যাচ্ছে মেঘদূত
নির্বাণ আর অনির্বাণের মাঝে পাথুরে দেবীর অবয়ব
নিশ্চিত পরাজয়ের বৃত্ত আঁকতে বসেছি ভরদুপুরে।

দিন গেলো, রাতটিও চলে যাবে... নিয়ন বাতির
কবিতাগুলো যেন রাজপথ, সঙ্গী হয় পথচলার
আর শেষেরদিকে চলে যায় উন্মুক্ত পাখির ডানায়

একুরিয়ামের কবিতাগুলো অক্সিজেন ছাড়া বাঁচে
নগ্নতার চিত্রায়ন শেষে থেমিসও চোখ বাঁধে কাপড়ে
তারপর তরবারি আর দাঁড়িপাল্লা দু'হাতে ধরে

অবয়ব খুলে দেখেনি কেউ, ভিতরটা কালোই থাক
প্রত্যুষে ঘণ্টার ধ্বনিতে জেসাস... জেসাস... জেসাস
তুলসীপাতা জোগাড় করা বৃদ্ধার চোখে ভয় — শঙ্কা
তারও আগে আযানের কলরব পাখির কলতানে

অবিশ্বাসী মনে আবেদন নেই, প্রত্যাশার চাপ নেই
একটু ভালো থাকা আর রাখার মাঝের তফাৎটুকু
বুঝতে বুঝতে আবিষ্কৃত হয় নিপুণ ছলাকলাশিল্প
বিদীর্ণ সময়ের ভাজে চিৎকার করে দৈনন্দিন সকাল

মেঘ নামুক, বৃষ্টি হোক কিম্বা তীব্র উষ্ণতায় ভিজুক
তবু আমাদের গল্পের ঘড়ির কাঁটায় প্রেম নামুক
নিশ্চুপ — নীরবতায় মুছুক জীবনের সব আয়োজন। 

No comments:

Post a Comment