Sunday 28 January 2018

জয় পরাজয়

জয় পরাজয়
ইমেল নাঈম

বন্ধ ঘড়ি — আলোকচ্ছটা আর মিথ্যে কথার বুনট
রক্তিম সময়ের খুনসুটি ; প্রজাপতির উদার উড়াউড়ি
গল্পের মোড়কে শিহরণ লিপিবদ্ধ বন্ধ খাতায়...
প্রতারক সাজে প্রেমিক, ভুল দরজায় কড়া নাড়ে

বর্তুলাকার পৃথিবী, আপন সাজার ব্যর্থ প্রচেষ্টা
মিথলজিক্যাল ইফেক্টে কেবলই জলপ্রপাতের শব্দ
নিজের কাছে রেখে দাও গোপন সব অনুভব
কেউ জানেনা আড়ালের গল্প — মিথ্যের জয় সর্বত্র

আয়না রাখি সামনে, সামলে রাখি নিজের চোখ
কোথায় রাখি আটকে, দৃশ্যমান ঘটনার মরীচিকা
প্রহরকে আটকেছি, ভুলের বৃত্তে ক্ষয়িষ্ণু স্বরলিপি
নির্বাক জীবনের স্রোতে মিথ্যে হয় তাসের সব রঙ।

দাবার ঘুটিতে তুমি পাকা খেলোয়াড়। কেটে ফেলো
আমার রাজা, উজির, ঘোড়া। মন প্লাবনের অধ্যায়
থাকুক অচেনা। কিছু অপরাধ লিখে রাখি গোপনে
দেখো মায়ার ফানুশ ওড়ে মেঘের শীতল বাতাসে...

জয় পরাজয়ের হিসেবে জয় নিয়ে পরাজিত আমি
আবার পরাজিতের তিলক কপালে লাগিয়ে ছুঁটছি
অন্য এক আমি, দু' আমিতে অদ্ভুতুড়ে অমিল।

No comments:

Post a Comment