Saturday 20 January 2018

যোগ ৪

যোগ - ৪
ইমেল নাঈম

ঈশ্বর কণায় থমকে যেতে পারে তোমার চোখ
উন্মুক্ত বাহুতে ঝুলিয়েছো ই + প = ভালবাসা
উল্কিতে ঢাকা পেলবতা, ভেতরটা কোমল ভীষণ

কঠোর হতে শেখোনি , আমি ভাবি প্রত্যাবর্তন
নিজের লেখা চিরকুটের সাংকেতিক ভাষাটিও
দুর্বোধ্য হয়ে গেছে কালের স্রোতে।
মহাকালের বনবাদাড়ে লেখা কবিতাটিকেও
খেলো কর্পোরেট বিজ্ঞাপন বহুজাতিক মোড়কে

সরলীকরণের শেষে ভাষা তার ব্যঞ্জনা হারায়,
ত্রিমাত্রিক বিন্যাস বলে নতুন কোনো শব্দ নেই
অব্যাখ্যাত কিছু প্রান্তিক শব্দশৈলীয় কারুকাজ
অংকে তুমি পটু, ১+১=৩ লিখোনি কখনো;

ভালবাসার সৃজনে কালিমা লেপটেছে অবচেতনে
আবেগী অনুভবে রয়ে গেছে পুরনো হিসেব
প্রেমটুকু হারালে অনুভূতি থেকে যেতেও পারে
যেমন করে মুছতে পারোনি উল্কি আঁকা যোগ।

আমি বলতাম ১+১ = ৩, তুমি শুধরে দিতে...
বোঝাতে পারিনি প্রেমে ভুলটাই হয় ঠিক
১+১=২ এর মতো মিলিয়ে নিলে নিজের প্রাপ্য,
শুধু উন্মুক্ত বাহুতে ঝুলছে ই + প = ভালবাসা...

No comments:

Post a Comment