Friday 19 January 2018

যোগ - ২

যোগ - ২
উৎসর্গঃ সোয়েব মাহমুদ 

অনুভূতি হারিয়ে যায় মধ্যদুপুরের নীরবতায়
চলে যাওয়ার মানেই শূন্যতার আদিবিন্দু
মুহূর্তগুলো ফ্যাকাসে হয়, চাওয়া পাওয়ার 
সমাবেশে শুধুই লেখা হয় রেখাপাতের জন্ম।

যোগের মতো সরল, বিয়োগান্তক মুহূর্তরা
পরাবাস্তব, কাল্পনিক মোমেন্টামের খেলাঘর
সাজঘরের আয়না ভেঙেছে, প্রতিবিম্বহীন
ঘরে এক কবি দাঁড়িয়ে, ডাক দিই নাম ধরে
সোয়েব... সোয়েব... সাড়াশব্দহীন ছায়া

অভিমানে ক্রুদ্ধদৃষ্টি ফেলি, সাহসী মুখের
ফোয়ারায় ভিজাই নিজেকে, কবিতাকেও।
অন্ধকারে বুক চিঁড়ে গাইছে রক অ্যান্ড ব্লুজ 
মৌন হই, চুপ থাকা ব্যতীত অন্য কাজ নেই।

আলোয় ভরে থাকার কথা শুকনো ঘরদোর, 
বিচ্ছুরণে মেতে ওঠার কথা দিনান্তের শোক
শ্লোকে মূর্ছনায় মাতম উঠেছে দূরের গ্রামে
পরিচিত নই, আবার খুব চেনা কাছের লাগে।

মনের মাইক্রোস্কোপে সোয়েবের চোখে দেখি
সরলতার যোগ অংক, ১০০ + ১০০ = ০
কবিতা বাজারের এই সহজ যোগ মিলিয়ে
দুজনে বেরিয়ে যাই একই পথে, নিরুদ্দেশে...

1 comment:

  1. সার্চ দিয়ে পাইলাম , পড়ার ইচ্ছা জাগতেসিলো

    ReplyDelete