Sunday 14 January 2018

সরল রেখা

সরল রেখা
ইমেল নাঈম

আলপথ, পাশের সবুজ খেত। মলিন রেখা আঁকছি।
বিষণ্ণতার ক্যানভাসে আনকোরা শিল্পীর উগড়ে
দেয়া রঙতুলির সমাবেশে পেরোচ্ছে নির্বাক সময়।

দেয়ালঘড়িতে আঁকা মুহূর্তে হিসাবের শূন্য খাতা...
লেনাদেনার অংক মিলে আসে সূর্যাস্তর হিসেবে।

জ্যামিতীয় ছক, উপপাদ্য আর সম্পাদ্য'র নকশায়
মিলনের গল্পের ফোয়ারা, পিথাগোরাস কখনও
ফুলের অংক কষেননি, জানেননা ফুলের বৃত্তান্ত।

জমিনের আল জন্ম দিতে পারে অনেককিছুই
এ' কথা নীলনদের চেয়ে বেশি কেউ জানেনা
বন্যার পাড় ডুবে, লোকজন মাটিতে দাগ কাটে

বণ্টননামা, খাজনার অংকে ডুবন্ত লোক জানেনা
সরলরেখার মানে প্রেমে পড়ার আদিম উপায়
দুটো বিন্দুর মানেই দুমেরুতে দাঁড়ানো দুটো মুখ
এরপর ভাঙচুরের গল্প কেবল...মূকাভিনয়...

বৃত্ত আঁকা শেষ হলে সরলরেখার মৃত্যু লিখা হয়।

No comments:

Post a Comment