Friday 19 January 2018

যোগ-১
ইমেল নাঈম

৭ + ৫ দেখেই সাতপাঁচ না ভেবেই বলো বারো
আমি কানকে অবিশ্বাস করে শুনি বাড়ো
নয়ছয়কে যোগ করে লিখি ৯ + ৬ = ১৪
উত্তর দেখে হেসেই উঠো, কেঁপে ওঠে সাগর
লাজুক চোকে অবনমিত হয়ে ভাবি ছেলেমি...

নির্ভুল বলে কী কোনো শব্দ আছে পৃথিবীতে
যেটাকে ভাবো নির্ভুল তা খুবই আপেক্ষিক
অন্ধকার মানে আলোকহীনতা, আমার ভুল
হলো আনমনা উদাসী চোখে তাকিয়ে থাকা।
চোখ পড়লে এখনো চুপসে যায় বুকের তাঁবু

তড়িঘড়ি করতে গিয়ে রেখে আসি কিছু চিহ্ন,
টের কী পাও, বুঝতে কী পারো ক্ষরতাপ!
উচ্ছ্বাস কী আঁকা যায় মনছবিতে! অপেক্ষায়
পেরিয়ে যাচ্ছে অনাবাদী সময়য়ের বিভেদ
বিচ্ছেদ আঁকছো, যোগ অংকে তুমিও কাঁচা।

সারাসময় যোগই করছো, পাচ্ছোনা উত্তর।
উত্তাপ বুকে চলছে কেবলই কাটাকুটি খেলা
তোমার যোগের খেলায় আমি এক অংক...
উত্তর মিললেই মিলিত হবে পরিস্থানের সুখ
আমাদের শেষ যোগফলও লেখা হবে খাতায়।

No comments:

Post a Comment