Sunday 14 January 2018

সভ্যতার বিপণন

সভ্যতার বিপণন
ইমেল নাঈম

উন্নয়নের সাইরেন বেজে ওঠে
কেটে ফেলো স্মৃতিদের সমারোহ
প্রশস্ত সড়কের আহ্বান,
উদ্বাস্তু মানুষের মিছিল
ফেলে আসা সময়ের সাতকাহন

কাটো প্রাণ, উপড়ে যাক শিকড়
শিকড়হীন শিখরের শুনছি শ্লোগান
গাছেদের কাছে গচ্ছিত ঋণ
পাহাড়ের কাছে নতজানু
তারা দেখেনি মানুষ নামি হন্তারক

ইতিহাস হোক কুক্ষিগত,
ছিঁড়ো শতায়ুর পাতা, ছাল বাকল
নদীদের মুখে লাগাও লাগাম...

কোনো শব্দ নেই, সকলেই চোপ
সাড়া নেই কারো কোনও
ফেস্টুনে ঝুলে উন্নয়নের বিপণন
মানুষ মৃত নগরীর আয়োজনে
মুখে কুলূপ আঁটছে সভ্যতা  

No comments:

Post a Comment