Tuesday 23 January 2018

বিয়োগ - ১
ইমেল নাঈম

ভাঙচুর...শব্দ শোনা যায়। প্রতারক বিকেলজুড়ে
সর্বনাশা গান। প্রথম কলি গাইলে নেমে আসে
অনিঃশেষ শব্দপতন — নির্বিকার; উচ্চগ্রামে
দূষণ আর ধুলোমাটি ভেজা দিনের বিকেলের
স্পর্শটুকুও মুছে যায় অন্তর্নিহিত কোনো অর্থে।

বাক্যাংশ মুছে গেছে নির্ভেজাল কিছু অনুরণনে
প্রান্ত বদল করা খেলোয়াড়ের মতো ক্ষিপ্রতাযুক্ত
আমিত্ববোধটুকু আগলে নিয়ে হাঁটছে কেবল,
নিজস্ব বিজ্ঞাপনে ঢেকে রাখে লোভী নীল চোখ,
ইন্দ্রজালিক আবেশে জড়িয়ে পালাচ্ছে সময়।

যোগের হিসেব থেমে যায়, ক্রমশ বিয়োগ শিখি।
২-১=০ হয়, একক বলে শব্দ নেই, সবটাই মায়া
ঘোর কাটলে খাঁখাঁ বিরানভূমি, পাখির কলরব
মুছে গেছে, স্মৃতির কার্নিশে কার্নিভালের ঘ্রাণ
পার্কের বেঞ্চিতে বসে, জনারণ্যর ব্যস্ততা মাপি।

আদত সবাই নিজেকে নিয়ে দৌড়ছে, ভাবছেনা।
ভাবনার উঠোনটুকু খেয়ে নিলো মুঠোফোন
ক্ষুদ্র অনুভূতিগুলো ম্লান হলো, মলিন মুখ দেখে
দীর্ঘশ্বাস, শব্দের তীব্রতায় একাকীত্বর শ্লোগান,

সাদাচোখে সবাই দেখে বিয়োগের শেষে ২-১=১,
আক্ষরিকভাবে অংকটা কেবল শূন্যতেই থামে
০ আমাদের ভাঙন লিখে, লিখে রাখে পথচলাও।

No comments:

Post a Comment