Wednesday 24 January 2018

ভাগ - ১
ইমেল নাঈম

ভাগ করলে কমে যায়, যেমন মানুষকে ভাগ করলে
একসমুদ্র অভিসম্পাত নিয়ে পড়ে থাকে নিথর দেহ,
একাকীত্বকে ভাগ করলে জন্মান্তর লিখা হয় প্রেমের
মুহূর্ত ছিঁড়ে দ্বিখণ্ডিত হলে সৃষ্টি হয় ক্ষণিকের আবেশ

পৌরাণিক গল্পের মতো প্রচলিত কিছু শব্দমালা,
শুরুর চমক নিয়ে থেমে গেছে আচমকা, মাদলের
ঝঙ্কারে নেচে উঠছে পরিযায়ী সময়ে বেদুইন মন
বুনোপাখির ডাকাডাকি, ভাগ করতে পারছি কই?

দিনের গল্প শেষে কেবলই শূন্যতা ঘিরে থাকে,
হাহাকার করা ধ্বনি কুহুতানে ভরিয়ে রাখে চারপাশ
এড়াতে পারিনা...ধরতে পারিনা...কেমন নিঃসঙ্গতা
আমাকে শুনিওনা বেদনার পাতা ঝরা কবিতা
শীত ঘুমের ব্যস্ততায় আঁকছি বিকেলের এলিজি

নিজস্বতা ভাঙলে কিছু কবিতার শব্দপতন ঘটে
মৌনভাব ছিঁড়ে ফেলতে পারেনি পুরোনো গল্পটুকু
উপড়ে ফেলতে বসেছিলাম সত্তাহীন অনুভাব
শোনাবো না দুঃখের শ্লোক, তোমার বাস শূন্যতায়
তোমায় ভাগ করবো না নিজের গোপন অনুভূতি

০÷১ মানেই অসীম, এই গান তোমাকে শোনানো
মানে বাড়বে ব্যক্তিগত নিঃসঙ্গতার আয়োজন...

No comments:

Post a Comment