Wednesday 17 January 2018

অবসাদের গান

অবসাদের গান
ইমেল নাঈম

নৈরাশ্যবাদের আগুনে পোড়ে গেরস্থালী, উপচে ওঠা
আগুনের হল্কায় জুড়চ্ছি প্রাণ। নির্বাক কথাচিত্র
ফিরে আসে সবাক ভার্সনে। নিজেদের কথারটানে
কেবলই ফিকে হয় স্মৃতি রোমন্থনের ক্যানভাস।

সাত রাস্তার মাথায় লিখে রাখা অবসাদের টুংটাং
হাওয়াই গিটার, চটি, জুতো কিচ্ছুটি নেই পাশে
নীরবে ছুঁতে চাওয়া আমার খুব পুরনো স্বভাব
লজ্জাবতী ফুল কুঁকড়ে ওঠে প্রেমের স্বাদ পেলে।

বদলে যাওয়ার মিছিল দেখি, জনাসাতেক মুখ
খুব চেনা, বাকিগুলো আজো চিনে উঠতে পারিনি
নিজেকে নিয়ে আঁকা ছবিগুলো কী রঙে সাজাই
সাদাকালো আকাশের বুকে ওড়ে রঙিন পাখি
আমি দেখি ঝাপসা চোখে ব্যান্ডদলের মিউজিক।

বখে যাওয়া চিত্রায়ন, কিছু গল্পের সীমারেখায়...
বাজছে সানাই, ড্রামের বিট, নিজের পৃথিবী
অচেনা হতে হতে মুছে গেছে তীব্র অবসাদে…

No comments:

Post a Comment