Thursday 11 January 2018

পথ

পথ
ইমেল নাঈম

স্বপ্নের বালুঘড়িতে চেপে চুপচাপ নামে দুঃখের নহর
যেন আচমকা ঘুম ভাঙার পরমুহূর্তে একগ্লাস জল,
নীরবতাও বোঝা হয় হরিত সময়ের নিপুণ মানদণ্ডে
পরস্পরের সরে যেতে যেতে জন্মায় ব্ল্যাকহোল।

পরাহত হয়ে নতুন শব্দের জন্ম দিচ্ছি অভিধানে
বুকমার্কের ভিতরে জন্ম নেয়া অসংখ্য শব্দঋণ
অচেনা হবার পরে আবিষ্কারের নেশাও মুছে যায়
কেউ কাউকে চিনিনা এখন, অথচ সহযাত্রী...

ভারতনাট্যমের তাল ভুলে গেছে ইমন, চাঁদের
ঈর্ষা লালনপালন করছি, বিনিময়ে নির্মাণ করছি
খাঁচাবন্দী স্বাধীনতার মনুমেন্ট। হাতপাখার ভাজে
পৌষালী উষ্ণতা নিয়ে হারিয়ে যাচ্ছে প্রত্যাশা।

গল্পের শেষ প্যারাটা পড়েই লিখে নিচ্ছি আনন্দ
অথচ আমি কোথাও নেই — অদৃশ্য ছোটাছুটি...
উড্ডীন শব্দদের অন্বেষণে জেগে থাকা অভ্যাস
জানি নিজের জন্য প্রয়োজন একফোঁটা আলো
ব্যতিরেকে পথটি চলে গেছে অন্ধকারের দিকে।

No comments:

Post a Comment