Sunday 7 January 2018

আখড়া

আখড়া
ইমেল নাঈম

মিথ্যে আলোকচ্ছটা। ফানুশ ওড়ে। লুকোচুরি খেলা।
শব্দ আঘাত করে অন্য এক শব্দকে। প্রতিবিম্বজুড়ে
ঝরছে হাপিত্যেশ। নিজের সাথে নিজের কথোপকথন।

কথার ভিড়ে জমাটবদ্ধ বাক্যবন্ধরা নির্বিক, অসহায়।
যতি চিহ্নের হিসাব নিকেশে শুধু মারপ্যাঁচে হাহাকার
বৃত্তের বাইরে গল্পগুলো সরলরৈখিক সমান্তরালে…
অনুভূতিগুলো প্রেমহীন,
          স্পর্শগুলো জাজ্বল্যমান
                     স্মৃতির জাজিমে আলোকচ্ছটা
খাতায় আঁকা দুর্লভ কোনো রঙপেন্সিলের কারুকাজ।

বন্ধখাতার পরতে পরতে ছড়ানো গোপন ইশতিহার,
লড়াইয়ের গল্পে থাকে নিষিদ্ধ কিছু সাংকেতিক চিহ্ন
উড়ন্ত প্রজাপতির মতো উড়ছে একফোঁটা প্রেম…
           তারপর গল্পরা থেমে যায়,
                  দাড়ি কমা সেমিকোলন সমেত
                           নীরবতাও ভাসে গল্পের মোড়কে।

নতুন ট্যুইস্ট হিসেবে নিজেকেই সামনে আনি কেবল
গল্পের ভাজে সংশোধনাগার, আঁখড়া জমে স্মৃতিদের।

No comments:

Post a Comment