Tuesday 16 January 2018

স্বেচ্ছামৃতের অভিমান

স্বেচ্ছামৃতের অভিমান
ইমেল নাঈম

মেয়ে আঁকো ঈশ্বরের বিপরীতে মেরুতে দাঁড়িয়ে...
রঙতুলিতে ভরিয়ে দাও জাগতিক অবসাদ
কিছু চাইবার নেই, পাওয়ার হিসেবও শূন্য
কবিতার খাতার লিখিত হিজিবিজিগুলোর
সমাবেশে ভাসাও মৃত মানুষের মুখ ক্যানভাসে।

উতসবের শেষে কিছুটা অন্ধকার থাকে নীরবে
ব্যক্তিগত শব্দগুচ্ছ ছড়ায় নীলচে আভা
গোপন অভিব্যক্তিগুলো মিথ হয়ে যায়
ক্রমশ মুছে যায় কলমের সব যতিচিহ্ন

ছবির মুখগুলো গিলে খায় শীতকালীন দুপুর
গভীর অন্ধকারও নিজেকে ভয় পায়না অতো
হ্যালুসিনেশনের মন্ত্রে, দ্রোহে আর রঙতুলির
আশ্চর্য সমাবেশে আঁকলে মৃত্যু...

অনুভূতি চুপসেছে বেলুনের মতো — নিথর,
নির্বাক ছবিঘর পরে থাকে, মাথার উপরে
সিলিং ফ্যানটিও নিশ্চল দাঁড়িয়ে
বুঝতে পারিনি, শিল্প আর বাস্তবের সাযুজ্য
মেয়ে আঁকো, ঈশ্বরের চোখে চোখ রেখে...

No comments:

Post a Comment