Friday 26 January 2018

গোলাপ সম্পর্কিত

গোলাপ সম্পর্কিত
ইমেল নাঈম

পাপড়ি খসে পড়ে... এর কোনো আবেদন নেই
পুরনো বইয়ের মাঝের পৃষ্ঠায় শুকনো পাপড়িগুলো
একটা গোপন ব্যথা পুষে নিয়ে চলেছে বহুদিন।

ডায়রির ভাজে কী উজ্জ্বল প্রভা, টগবগে লাল রঙ!
আজও চোখে ভেসে আছে, কতশত স্মৃতির কোলাজ
তারা নিজেকে প্রশ্নবিদ্ধ করে বেখেয়ালে, অবচেতনে...
উত্তর নেই, পৃথিবীর সব রহস্যের মানে জানতে নেই

নাই বা জানা হলো, হারিয়ে ফেলা সেই সময়গুলো
চিঠির ভাজে বুকের ধুকধুকানি নেই ইদানীং
সংকেতগুলো মুছে গেছে, ভুল শুদ্ধের ব্যতিক্রমে।

তখন ফুলেরা মরে যেতো প্রেমিকের স্পর্শ পেলে
পাপড়ি খসতো বইয়ের গোপন ভাজের অবহেলায়,
অপূর্ণ, অর্ধপূর্ণ প্রেমের কথা জানতো মৃত গোলাপ,
পূর্ণ প্রেমের জোয়ারে ভরে উঠতো তার জীবন।

হয়তো গোলাপ পাপড়িরা এখনো অপেক্ষায় থাকে
লাল মোড়ক বাঁধানো বইয়ের গোপন কুঠুরির মাঝে
প্রেমিক তার প্রেমিকাকে ভালবেসে দেয়না উপহার
গোলাপ এখন শোভা পায় সকল অপ্রেমিকের বুকে...

No comments:

Post a Comment