Friday 14 July 2017

নাবিক

নাবিক
ইমেল নাঈম

বহুমাত্রিক রেখা মুছে গেলে প্রসাধনীর ঘ্রাণ ছুটে আসে
এলেবেলে চুল... মখমলি পোশাক... আলতো পেলবতায়
ভুল করে নিজেকে চিনতে চেয়েছিলাম তোমার চোখে।

ঘড়ির কাটা থামিয়ে দিয়ে নিজেত কানকে বিরহ শোনাই
স্মৃতির বায়স্কোপে চড়ে ঘুরে আসি আবার বর্তমানে
হারিয়ে যাওয়া দিনগুলো কিন্নর কণ্ঠে গাইছে সঙ্গীত
ফেরা হলো না বলেও ফিরে যাই ইট পাথরের সভ্যতায়।

কোথায় চিহ্ন রেখেছো, কোথায়ই বা ফেলেছিলে নোঙ্গর
অজ্ঞাত বন্দর থেকে ছুটে চলি কম্পাসহীন সময়ের পথে
স্রোতের বিপরীতে কখনো চলতে শিখিনি, দাঁড়াই নি
প্রশ্নের সামনে, আভ্যন্তরীণ স্বপ্নগুলো মুছে গেছে বর্ষায়।

ভেসে যাচ্ছিলাম উদ্দেশ্যহীন, কেন ডাকলে এভাবে
অচেনা মুখ আমার কাছে গচ্ছিত নেই তোমার ঋণ
বললে কেন ভেড়াতে জাহাজ, ভুল বন্দরের বাতিঘরে
ভুল মানুষের কাছে ভিড়েছি আবার, ফেলেছি নোঙ্গর...

সন্ধ্যা নামলে জ্বলতে থাকে বাতিঘরের অলস আলো
কেউ জানেনা তীব্র ব্যথা, হাহাকারের সুতীব্র দঙ্গল।

প্রকাশকালঃ ৩০ আষাঢ় ১৪২৪

No comments:

Post a Comment