Friday 14 July 2017

তিমির রাতে আলো নিভে যায়
জাগি নতুন ভোরের অপেক্ষায়
ন্যায্য হিসাবটুকু বুঝে নিবো বলে
জেগে আছি বিধ্বস্ত শরীরে।

কামনার জোর নৈতিক অবক্ষয়ে
পচে যাওয়া সমাজের প্রতিটি স্তরে
নষ্টদের চিৎকারে, হিংস্র উল্লাসে
অনিরাপদ আমি আছি বেঁচে

অসভ্য চিৎকার
নষ্টদের জয়োল্লাসে আমারর কান্না

তোমরা আমায় ভাবো মাংসপিণ্ড
অবজ্ঞার উপমায় অবহেলায় হাসো
আড়ালে শুনি অসভ্যের চিৎকার!
হৃৎপিণ্ড জুড়ে নষ্টদের জয়জয়কার

আমি ধর্ষিতা, সমাজের বঞ্চিত নারী
বিনা দোষে সেজেছি দাগী আসামি
তোমরা কলঙ্ক লেপতে চাইছো আবার
অন্যায়ের বিরুদ্ধে গান গাইবো বারবার

ভুল পথে পেতে চাইলে সবটুকু
জোর করে ছুঁয়েছো শরীরটুকু
বদলে নিলে মুখোশ পরক্ষণে
চেয়ে দেখোনি কতখানি ঘৃণা জমেছে

চলন্ত বাসে, রাস্তাঘাটে
শিষ বাজিয়ে খুঁজছো আমায়
বাতাস বলে কুৎসিত চাহনি
শব্দরা ফিরে গেছে দেখিনি।

No comments:

Post a Comment