Wednesday 26 July 2017

রক গায়ক
ইমেল নাঈম

থেমে যাওয়ার প্রাক্কালে কিছু স্পন্দন বাকী থাকে
বেহিসেবী ঋণের বোঝায় নত হয়েছি কত আগে
শঙ্খ বাজিয়ে জানান দিয়েছি ফুরিয়ে যাইনি আজো
প্রান্তিক বোদ্ধাদের কাছে নত হতে গিয়ে বুঝেছি
যা কিছু লিপিবদ্ধ আছে তার পুরোটা বানোয়াট।

সত্য মিথ্যের আড়ালে হাসছে অন্য এক ঈশ্বরী,
তাকে দেখে থমকে দাঁড়াই, স্মৃতিকে পুনর্জন্ম দিই
পোস্টকার্ডে উড়ে আসে কেবল কবিদের এলিজি,
গত সন্ধ্যায় ক্যাফেটেরিয়ায় বসে লেখা কবিতাটি
এখনো পাঠ করে শোনাইনি তোমাকে।

পরতে পরতে জমে যাওয়া অনেক স্মৃতির ধুলো,
অভিমান গলছে গ্লোবাল ওয়ার্মিংয়ের কল্যাণে
তার প্রভাবে হঠাৎ সৃষ্ট হওয়া ক্ষণিকের নিম্নচাপে
জল জমেছে আমাদের জাগতিক চাওয়া পাওয়ায়,

অফুরন্ত অবসরকে গ্রাস করেছে সুখের অসুখ
সুযোগে প্রযুক্তি যান্ত্রিকতা শেখাতে বসে পড়েছে
অবসাদ খুন করছে আমার ভিতরের অজানাটুকু
আয়নায় দাঁড়ালে অচেনা এক রকস্টারকে দেখি

নিজের সাথে কথোপকথনেও গোপনীয়তা থাকে
আড়ালের দিকে ডাকাডাকি, অন্ধকার নামলে
সব হিস্যা ভুলে পুরোটা সকাল ফিরে পেতে চাই

কবিতার খাতায় এভাবেই লিপিবদ্ধ করি ঈশ্বরকে
রুটিনমাফিক কাজ করতে গিয়ে বুঝতে পেরেছি
গোপনীয়তা ভাঙলে রকস্টারের জীবাশ্ম মেলে।
কবরের শোক স্মারকে কেবল কবির নাম লিখা
রকস্টার তো কিছু কবিতাই লিখেছিলো অন্যভাবে...

No comments:

Post a Comment