Saturday 15 July 2017

অভিনয়

অভিনয়
ইমেল নাঈম

নিবিড় কথোপকথন আর এক মুঠো আলিঙ্গন...
হারিয়ে যাওয়া প্রান্তিক আবাসন, ক্ষয়িষ্ণু জীবনের
হাতেখড়িতে ব্ল্যাকবোর্ড থেকে উড়ে আসে স্মৃতি।
কথার পিঠে কথার জন্ম, মারপ্যাঁচ ভুলে যাওয়া
স্মৃতির রেখায় মুছে গেছে কপালের বলীরেখা ।

উড্ডীন সময়ের হিস্যা, আহামরি মুখের বিপণন
শুনি — বুক পকেটের কোথাও অস্পষ্ট স্পন্দন,
বেশি কথা জমা নেই, জমাটবদ্ধ অনুভূতিগুলো
অমানিশায় পালিয়ে গেছে ডায়রির পাতা থেকে।

একাকীত্বর বিজ্ঞাপনে নায়ক নায়িকা থাকেনা
ক্রমশ বিষণ্ণতাকে একাই গিলে খাচ্ছে সংলাপ,
স্ক্রিপ্টের ভাষায় কোনও যতিচিহ্ন নেই, আড়াল
কেবল ডেকে চলেছে আরও আড়ালের পথে
আবেশের পাশাপাশি অনুভূতির মৃত্যু মিছিল বাড়ে।

অতিরিক্ত আবেশের থেকে চিরস্থায়ী ঘুমের জন্ম
ঘুমিয়ে যেতে থাকে চোখ। পেখম তুলে নাচে ময়ূর
তাতেও বিব্রত হয়েছিলো কোনও এক রাসেল...
ওদিকে অভিনয় সেটে হাসছেন আরেক রাসেল।

আমি সত্য মিথ্যের পরিমাপ করতে বসে
ঢুকে যেতে থাকি অভিনয়ের আরেক মঞ্চে।

প্রকাশকালঃ ৩১ আষাঢ় ১৪২৪।

No comments:

Post a Comment