Sunday 30 July 2017

সঙ্গীত

সঙ্গীত
ইমেল নাঈম

থামার আগ মুহূর্তে তুমি কার কথা ভাবছিলে
চৌকাঠ পেরুতে গিয়ে তাকিয়ে দেখেছো কী পেছনে?
অষ্টপ্রহর দুঃখের দিনে নষ্ট ফ্যান্টাসি লুকোনো
পথের গল্প লেখার ছলে লিখে রাখলে বিচ্ছেদ

সুন্দরের অন্বেষণে আজ উড়ন্ত প্রজাপতিটি 
হারিয়ে যেতে চাইছে পুরনো বন্দর ফেলে দূরে
কিংশুক জীবনের কতটুকু চিনেছো নিজেকে
যেখানে ফেরার পথ নেই, সেখানে যাচ্ছো আবার

বিচ্ছেদ মন্ত্ররা মৃত, টের পাই আগুনের হল্কা
পুড়ে যাবার ইচ্ছেরা লীন, মাত্র জন্মেছে জীবাশ্ম
পথিক হবার সাধ, নেই হয়ে শূন্যতে মিলায়
শৈশব স্মৃতি ধূসর — ডাকছে কাটাকুটি খেলতে...

বাধা দেবার ইচ্ছেরা অবসরে, অচেনা জীবন
পার করছি, যেখানে শুনি শুধু বিচ্ছেদের গান

No comments:

Post a Comment