Wednesday 19 July 2017

প্রতিবিম্ব

প্রতিবিম্ব
ইমেল নাঈম

হারিয়ে গেছি, রয়ে গেছে অঙ্কিত মসৃণ দাগ
একছত্র অভিনয় শেষে চোখজুড়ে ক্লান্তি নামে
কাকে ঠকাচ্ছো, আয়না দেখোনা কতকাল!
শরীরজুড়ে আঁকা উল্কি, রাতবিরেতে মাতাল
নামে রাস্তায়, অযত্নে থাকে একমুঠ শিহরণ।

মুখ অচেনা হয়, খেলনাবাটি খেলতে গিয়ে
চুপ হয়েছে রাতের নীরবতা, ল্যাম্পপোস্টের
নিয়ন আলোয় নিজেকে ভবঘুরে ভেবে বসি
চুপচাপ পেরিয়ে যায় সময়। নিজেকে মুগ্ধ করি।
অভিনয়ের শেষ দৃশ্যে নায়কের মৃতদেহ থাকে।

পানকৌড়িতে ভেসে থাকি, শান্তজলের প্রেম
মাখামাখি মুহূর্তগুলো পালায় নিজের থেকে
চাঁদনিরাত এলে খুলে দিই শরাবের বোতল
তক্ষুনি সামনে এসে বসেন গালিব আর তুমি।

চেনা বাক্য নাম লিখিয়ে নেয় আসামীর খাতায়।
শায়ের শোনার পাশাপাশি ছবি আঁকতে থাকো
অবচেতন মনে হঠাৎ বিড়বিড় করে ওঠো
কাকে ঠকাচ্ছো, আয়না দেখোনা কতকাল!

প্রকাশকালঃ ৪ জ্যৈষ্ঠ ১৪২৪

No comments:

Post a Comment