Wednesday 5 July 2017

কাটাকুটি -১

কাটাকুটি -১
ইমেল নাঈম

পথ থেমে যায়। বৃক্ষের কাছে নতজানু সময়।
ক্লান্তি নামে। শহরের রাজপথ সৌখিন সাজে।
ভুল সময়ের ক্যানেস্তারা, পাশাপাশি দাঁড়ায়
ভালো আর মন্দ। উভয়ের এখন ঘোর দুর্দিন।

অভিমানের খাতায় কাটাকুটি খেলা চলে
দাঁত আর নখের অহমিকাপূর্ণ আভিজাত্য
চেপে যাই অভিমানের পরতে সোঁদা গন্ধ
ক্ষণিকের বৃষ্টি দিয়ে গেলো মিথ্যে ঘাম।

চেপে যাই সময়কে। বিনির্মাণের পথে নামি।
বিগত কয়েক দশক ধরে গড়ছি কবিতা
ইট, পাথর, সিমেন্টের সমন্বয়ে গড়ে উঠছে
কবিতার মতো কিছু লাইন, বিনিময়ে শূন্যতা...

কই যাচ্ছো পালিয়ে আঘাতের কথা চেপে
সব হিস্যা মিলেনা কবিতায়, গোপনে
বয়ে যায় প্রলেতারিয়া জীবনের গল্প
তাড়া করে ফিরছি অপূর্ণতার ঝুলি নিয়ে।

বাধা নেই, প্রাপ্তি নেই, কেবল সুখস্মৃতির ক্লাস
মনোটনাস সময়ে দৌড়চ্ছি, বাকিটা অভিনয়।

প্রকাশকালঃ ২০ আষাঢ় ১৪২৪

No comments:

Post a Comment