Thursday 20 July 2017

পথিক

পথিক
— ইমেল নাঈম

কিছু প্রেম শরীর থেকে মনের বাড়ীর দিকে হাঁটে
সম্পূর্ণ উলটো রাস্তায় পথ চলা অচেনা দুটো মুখ
হঠাৎ পাশাপাশি বসে থাকে — অন্তহীন সময়ের 
ছুটে গোপন আয়নার মন্ত্রপাঠ চলে বাকী জীবন।

ছুঁয়ে থাকা হাত কত আলোকবর্ষ দূরের মেহমান
তারা আজও ছুঁয়ে দেখে একজন অন্যজনকে
শাল মহুয়ার বনের গল্প লেখা নেই সাক্ষাতে
রূপকথার জীবন ভর করে স্বপ্নিল চোখে
অচেনা মুখ হঠাৎ পাশে এসে বসে পরস্পরের

আড়ম্বর আয়োজনে মূকাভিনেতার জন্ম হয়
শ্রোতা আর বক্তার অপরূপ সমন্বিত ব্যবস্থা
সূক্ষ্ম তারের উপর জন্ম নেওয়া অচেনা সুর
পিচ ঢালা পথের ব্যস্ততার অনন্য বিজ্ঞাপন।

ভোরের গল্পরা মুছে যায়। ইউটিউব থেকে উড়ে 
আসে সফট আর প্রগ্রেসিভ রকের ক্যানেস্তারা
দুটো মনের অহেতুক ভাঙচুর, সংসার জীবনের 
গল্পে অচেনা দুটো মুখ মনের বাড়ীতে চলে যায়।

প্রকাশকালঃ ০৫ শ্রাবণ ১৪২৪

No comments:

Post a Comment