Monday 17 July 2017

বৃষ্টি বিলাস

বৃষ্টি বিলাস
ইমেল নাঈম

দাঁড়িয়ে থাকাটাও শৈল্পিক... আঁচড় কাটে অচেতনে।
তার ব্যথাও মুছে যায় কিছুটা টানাপোড়নের শেষে
নিপীড়নের কোনো সংজ্ঞা নেই, জাস্ট বয়ে যায়...
শুভ্রতা ছড়াতে গিয়ে হারিয়ে গেছে দূরের সীমানায়
ছবি আঁকতে বসে এঁকে ফেলছি অচেনা দৃশ্যপট।

মূর্ত মুহূর্তগুলো অচেনা হয়ে উঠছে বেখেয়ালে
ঘুড়ির মতো উড়তে উড়তে হারিয়ে যাচ্ছে সুতো
বৃত্ত আঁকতে গিয়ে কম্পাসে আঙুল রাখতেই
অনুভব করছি নিজেকে, আয়না দেখিনা কতকাল
মনোটনাস সময়ের ইতিকথার প্রতিবিম্ব নেই।

পেরিয়ে যাচ্ছি পুরনো অলিগলি, আকাঙ্ক্ষাগুলোর
মৃত্যু ঘটাচ্ছে চোরাবালির সময়, সমুদ্র কেবল ডাকে
সৈকতের পাড়ে দাঁড়িয়ে মানুষের নিঃসঙ্গতা মাপি
গাঙচিলের ডাকে নোনাজল ভিজিয়ে দেয় পা,
সন্ধ্যা নামলে আমার নিকট আমি ছাড়া কেউ নেই।

বিষণ্ণতার খাতায় মেঘ জমেছে। হয়তো ঝরবে...
সেখানে ভিজলে বিলাসীতাই হয়, ব্যর্থতা নয়
বৃষ্টি বিলাস ঢেকে দেয় ব্যর্থদের রোজকার মিছিল।

প্রকাশকালঃ ০২ শ্রাবণ ১৪২৪

No comments:

Post a Comment