Friday 7 July 2017

সঙ্গীত

সঙ্গীত
ইমেল নাঈম

ভেসে আসে সঙ্গীত। নিজেকে আড়াল করতে করতে পালিয়ে গেছি। দীর্ঘ প্রতিযোগিতার শেষেও হিসেব করতে বসি জয় পরাজয়ের। অংকের পর অংক কষি। মুছে দিতে থাকি যতসব হিসেব নিকেশ। প্রান্তিক মুখ মেনে নিতে পারেনি শহুরে আদব। সেকেলে হতে হতে ফিরে আসে পকেট ঘড়ি। ব্যাটারি নয়, হৃদস্পন্দনে ঘুরছে আমাদের জীবন।

উড়োজাহাজের গতিবেগ মাপতে মাপতে হিসেব করে নিই চোখ, মুখ, নাক আর চুল। বাধাই করে রাখি কল্পনার ছবি। বাঁধা দিতে গিয়ে থেমেছি। নূপুরধ্বনি কানে বাজে। মিলিয়ে গেলো ভোরের আযান। নিষেধ সত্ত্বেও চলে গেছি দরজা পেরিয়ে অন্ধ গলি। ঘোড়সওয়ার আমি পালটে নিচ্ছি শহর। ভাগ্য অন্বেষণে ছুটছি কেবল। বাধা নেই, যদিও কম্পাস নেই হাতে।

একচোখা দূরবীন, যা দেখি ধূধূ মরু। বালুর উত্তাপ মাঝেমাঝে ছুঁয়ে দেখে আমাকে। সমুদ্র দেখতে গিয়ে হারিয়ে ফেলেছি নিজের স্পর্শগুলো। নেই নেই করেই পালিয়ে যাচ্ছি। আছে ভাবতেই জন্মাচ্ছে বিশাল শূন্যতা। নিজের ক্যানভাসে নিজের ছবি বিমূর্ত হয়ে যায়। কারণ জানা নেই। লুট হয়ে যাচ্ছে রঙ তুলি।

ঐকতানে বাজেনা সঙ্গীত। আহামরি স্বপ্নরা পেঁচিয়ে গেছে কলহে। অন্তর্দাহ দেখছি। ভুল গলিতে ঢুকছি বারবার। দিনশেষে নিজেকে প্রশ্ন করছি। উত্তরও খুঁজছি সেসবের। গল্পের আর প্রশ্নের পুনরাবৃত্তি শুনতে শুনতে সন্ধ্যা নামাচ্ছি প্রতিদিন।

প্রকাশকালঃ ২৩ আষাঢ় ১৪২৪

No comments:

Post a Comment