Monday 3 July 2017

নিষিদ্ধ সম্পর্ক

নিষিদ্ধ সম্পর্ক
ইমেল নাঈম

বৃষ্টি বুকে নিয়ে সংজ্ঞাহীন কিছু স্পর্শ খেলছি
রেশ টানতে টানতে শিকার হচ্ছি প্রতিদিন
স্বীকার করতে গিয়ে হারিয়ে ফেলেছি নিজেকে

নিকুচি করি শৈশবের বইপত্রগুলোকে
নীতিকথার ভিড়ে কখন নেমে আসে সন্ধ্যা
বিপরীত মুখে বসে চালাচ্ছি হাওয়া কল
মানে নেই জেনেও ভাসাচ্ছি নিজেকে

কোথাও থামতে হয়, কোথাও ছুটে চলি...
মনের দরজায় কড়া নাড়লে বিধান ভুলে যাই
অশ্লীল ইঙ্গিতের কাছে ছোটার কারণ জানিনা,
মোহ, বাস্তবের সূক্ষ্ম পার্থক্যটা আমার জানা
তবু বাঁধাধরা নিয়মের সামনে এসে দাঁড়াই।

এমন কেসে বয়সকে বাড়িয়ে দিতে হয়,
নয়তো নিজ থেকেই কমিয়ে দেয় ওই প্রান্ত।
জগতের অংক ভুল সূত্রে মিলাতে হয়
বৃত্তের মাঝখানটায় আঁকতে হয় ছেদক।

বৃত্ত দুভাগ হলে চুষে খেয়ে নেয় সবটা রস
আড়ালের কানাঘুষা, প্রকাশ্য সাক্ষাতে সব চুপ
কেউ জানেনা কে খাদক — আমি না সে... 

প্রকাশকালঃ ১৯ জ্যৈষ্ঠ ১৪২৪ 

No comments:

Post a Comment