Saturday 22 July 2017

স্মৃতির কার্নিশ

স্মৃতির কার্নিশ ইমেল নাঈম প্রেমে পড়লে সকল দম্পতী মুহূর্তে বনে যান গল্পকার আমার তখন কার্নিশের চড়ুই দুটোর কথা মনে পড়ে, কতটা অবসর তারা গিলে নিচ্ছে পরজীবী বাসস্থানে! মুখোমুখি স্পর্শগুলো নিভে যেতে থাকে ক্রমান্বয়ে দু লাইনের চিরকুট লিখে রাখে স্বপ্নে বিভোর মুখাবয়ব স্বপ্ন ছুঁয়ে গেছে কিছু লিপিবদ্ধ মলিন ইতিহাসের গল্পে উড়তে থাকে, বনেদি পাখির মতো, গৃহবন্দী বাজরিগার গ্রে উইং, রেইনবোর কিচিরমিচিরে, নৈঃশব্দ্যে ভাসে আততায়ী — মুখের ভিড়ে অচেনা মুখ অন্যের ঘরে চুপসে যায় বেলুন, প্যারাট্রুপারের মতো নামে দুঃখ দুজন আলাদা পথে, ছড়িয়ে ছিটিয়ে অজস্র শিউলি সুখের সময় ঋণে আবদ্ধ করে রাখেনি দুজনকে উড়ুক্কু সময়ের পথে নামে ক্লান্তিকর গল্পের মহড়া কার্নিশে লেখা নাম মুছে যায় সময়ের চোরাবালিতে।

প্রকাশকালঃ ৭ শ্রাবণ ১৪২৪

No comments:

Post a Comment