Monday 24 July 2017

আঁখের গুড়

আঁখের গুড়
— ইমেল নাঈম

চুপ হয়ে গেছি, আর দিনকে দিন বলবো না
রাতকে রাত বলারও দুঃসাহস দেখাবো না।
প্রয়োজনে কুকুরের চেয়েও প্রভুভক্ত হবো,
দৈববাণীর অপেক্ষায় থাকবো দিনের শেষে,
অন্ধকারের যাত্রাপথে আলোর গান শোনাবো

বলেই দিয়েছি, সাদাকে সাদা নয়। কালোকে
সকালের হবার আগ মুহূর্ত বলে চালাবো
শিশুরা কখনো আঁকবে না কোনো প্রতিকৃতি,
সামাজিক মাধ্যমে, বিপরীতে বিন্দুতে দাঁড়িয়ে
আর ছড়াবো না অন্যরকম চিন্তার স্ফুরণ

ত্রাণের অভাবে মার খেলে হাতেতালি দিবো
যেন উৎসাহে আরো বেগবান হন আপনি
ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট সম্পর্কিত
যাবতীয় খবরাখবর বেমালুম চেপে যাবো।

ভিন্ন মতাদর্শী কেউ দলে এলে স্ট্রেটেজির
বিশাল তত্ত্ব চাপিয়ে তাকে বৈধতা দানে
আমার কলম থাকবে সদা তৎপর।
আপনার মঙ্গল কামনায় ব্যস্ত থাকবো,
আমার চেয়ে আপনাকে অন্য কোনো মুখ
বেশি ভালবাসেনা — প্রমাণ করাই উদ্দেশ্য।

অতীত সম্পর্কে খবরাখবর নিবেন না প্লিজ
বর্তমানটাই এখন আপনার সামনে দাঁড়িয়ে
বর্তমান নিয়োজিত আপনার সেবা প্রদানে।

বিনিময়ে বেশি কিছুর চাওয়াপাওয়া নেই
সামান্য আঁখের গুড় পেলেই আমি সন্তুষ্ট
বিশ্বাস করুন, অল্প আঁখের গুড়েই আমি...

প্রকাশকালঃ ৯ শ্রাবণ ১৪২৪

No comments:

Post a Comment