Sunday 2 July 2017

শোকস্মারক

শোকস্মারক
ইমেল নাঈম

শহরের শেষপ্রান্তে হঠাৎ আলো জ্বলে ওঠে

মুছে গেছে কালিমা, ব্যর্থদের মিছিলে হাঁটছি
শহরের রাজপথ ভিজছে আষাঢ়ের বৃষ্টিতে
প্রেমের সরণি পেরিয়ে যাচ্ছি — একাকী।

নীরবতার মোড়কে বিক্রি হয় দুঃখবোধ
আগে আসলে আগে পাবেন ভিত্তিতে
মিটে যাচ্ছে যাবতীয় হিসেব নিকেশ ।

প্রথম চুমুকেও বিক্রি করে দিয়েছো ডলারে
অন্ধকারে যে খেলা খেলেছিলো দুটো শরীর
তাকে আজও অবিক্রীত রেখেছো ভাবতেই
অবাক হই। জাদুঘরে জায়গা নেই...
শূন্যস্থানও পরিপূর্ণ ছোটোখাটো আঘাতে

প্রত্নতাত্ত্বিকের মতো মাটি খুঁড়ে আনি,
আধুনিক ডাকবাক্সে রাখি অনির্ণীত সম্পর্ক
ক্লান্তি নামেনা আমার শহরে, বৃষ্টি নামলে
মন তোমার কাছে নয়, ভিন্ন গন্তব্যে যায়।

শহরের শেষপ্রান্তের আলোয় ‘তুমি’ নেই
সলো-লকিতে বর্ণনা করি তোমাকে
তীব্র ব্যথা, রক্তক্ষরণে লিখি শোকস্মারক।

প্রকাশকালঃ ১৮ আষাঢ়, ১৪২৪

No comments:

Post a Comment