Thursday 27 July 2017

জিপসি জীবন

জিপসি জীবন
ইমেল নাঈম

নিরীহ কিছু শব্দের কাছে হাত পেতেছি কতকাল...
উদ্দেশ্য পরিস্কার শুধু গমনপথে ছুঁয়েছে ক্ষণিকের ব্যথা
মুছে যেতে পারে পরিচয়, নিজেকে অচেনা লাগে ভারি।

উৎকর্ষের পথে থমকে দাঁড়াই, চুপচাপ নামে রাত
শেষ স্টেশনে থামে গাড়ি, যাত্রীরাও নামে নিজ গন্তব্যে
এলেবেলে চিন্তারা আমার সাথে খেলছে আপনমনে।

অচেনা পথের পথিক, প্রাচীন  কোনো জিপসি হয়ে
ছুটে চলেছি — পথের শুরুটা জানা, শেষটুকু নয়
বিভ্রম চাপিয়ে চলেছি, পথিক বেশে অচেনা মুখোশে

ক্ষণিকের অতিথি হয়ে শেষ ঢুকেছিলাম এই শহরে
নাম না জানা কোনো গেড়েছিলাম  উদ্যানে তাঁবু
আর সন্ধ্যাকালীন অবকাশে এঁকেছিলাম দুর্ভাগ্য
হতাশার মোড়ে দাঁড়িয়ে লিখেছিলাম নিজের শৈশব

শুন্য চায়ের ফ্লাক্স, পথের তাড়া তাড়িয়ে মারছে
রাত ফুরোলেই ভিন্ন পরিবেশ, নতুন শহরের মেহমান
আমার কখনোই লিখা হবেনা পুরনো শহরের গল্প।

No comments:

Post a Comment