Friday 28 July 2017

বৃত্ত সংক্রান্ত

বৃত্ত সংক্রান্ত
ইমেল নাঈম

আনুভূমিক রেখা আঁকছি বিচরণ ক্ষেত্রে
শান্তির প্রয়াসে ওড়াচ্ছি শাদা পায়রা
উর্বর মাটি ক্রমশ হয়ে উঠছে নিষ্ফলা
বৃত্তের ব্যাসার্ধ জুড়ে নেমে আসছে ধাঁধাঁ

স্পর্শকের বুক চিড়ে ধ্রুপদী ব্যথার জন্ম
তারা এঁকে দিয়ে যায় বিশালাকৃতির ক্ষত
বৃত্তের প্রয়োজনীয়তা ভুলে যায় কৃষক
আকাশে তাকিয়ে অনুভব করে শূন্যতার।

কিছুকিছু সম্পর্ক জ্যা’র মতো, দূরবর্তী
আবেশে দাঁড়িয়ে থাকে স্মৃতির বারান্দায়
অপেক্ষায় থাকে কেন্দ্রের সিগন্যালের
এরা কাছে আসেনা, দূরের ব্যথায় থাকে।

পড়ন্ত বিকালে ক্লান্তি নামে ছেদকের বেশে
এফোঁড়ওফোঁড় করে ফেলে ভিতরের সব
দুঃখগুলোকে একদম ভাগ করা যায়না
শব্দ নয়, নীরবতা জানে বৃত্তের কষ্টগুলো।

মনকে ছুঁতে পারে কয়জন? কেউ অর্ধেকে
থামে ব্যাসার্ধের ভাগ্য নিয়ে। গোপন কোনো
প্রণয়ের ভাজে লিখে রাখে সোনালি অতীত
বিনিময়ে মিলেনি চাওয়াপাওয়ার হিসাব

শেষ পর্যন্ত টিকে থাকে অর্ধমৃত সম্পর্ক
কেন্দ্র ছুঁয়ে এক প্রান্ত থেকে অন্যপ্রান্তের
মাঝে সম্পর্ক আঁকে ঠিক ব্যাসের মতো
পুরুষতান্ত্রিক একছত্র অধিকার থাকে,
এসবের মাঝে বৃত্তটি অবহেলায় মরে যায়।

No comments:

Post a Comment