Sunday 9 July 2017

কাটাকুটি - ২

কাটাকুটি -২
ইমেল নাঈম

নীল ঘড়ি থেমে যায়। বর্ষীয়ান পৃথিবী খুব ক্লান্ত
প্রতিদ্বন্দ্বীবিহীন মল্লযুদ্ধের পরিণতি টানতে টানতে,
মিথ্যে ফানুশ উড়াতে বুঝলাম চুপ হয়েছে মুখ
ক্লান্তি,  ব্যথা, অপমানের উপশমের ওষুধ নেই

আড়াল করতে গিয়ে হারিয়ে ফেলেছি নিজেকে
জোয়ারভাটার হিসেবে চলছে গাণিতিক জীবন
হিসেবের বাইরেও কিছু বর্ণমালা থাকে অবশিষ্ট...

নিজেকে আডাল করার শৈশবের প্রবণতায়
মুছে যায় জীবনের হিসাব, ব্যান্ডেজের ফাঁকে
বোঝা যায় ক্ষত। লাভক্ষতির মারপ্যাঁচে
নৈতিকতা অভিধান চ্যুত হলো অনেক আগে।

বিভ্রান্ত হবার সুযোগ নেই, বিভ্রমের কেন্দ্রে চড়ে
বৃত্ত পূর্ণ করে চলেছি কোনো আগপাছ না ভেবে।
মুছে দিতে চাই ভুলগুলো, জীবন ক্যানভাসে
লাল রঙ মুছে সবুজ রঙটাই আঁকতে চেয়েছি...

কাটাকুটি খেলায় কাটছি নিজেকে কেবল নিজে
বুঝতে শিখছি অনুভবের রেশ সম্পূর্ণটুকু মুছলে
কল্পনার রাজ্যপাট, সুতীব্র দহনের জন্ম হয়।

প্রকাশকালঃ ২৫ আষাঢ় ১৪২৪

No comments:

Post a Comment