Thursday 10 December 2015

অরণ্য

কে অরণ্যের বুকেও অনেক দুঃখ আছে 
আছে তার কষ্টের গোপন ক্যানভাস 
লালন করে চলেছে লুপ্ত অভিসার 
পুষেছে শীতল ব্যথা স্যাঁতসেঁতে বুকে। 
নিঃসঙ্গতা জানে ভয়ের পোট্রেটজুড়ে 
সাদাকালো ডোরাকাটা দাগের কী অর্থ ! 
অভিমানী অরণ্য জানে রাত নামলে 
ক্যাঙ্গারু শাবক কত একা, অসহায়। 

অরণ্য চেয়েছিলো একটু নীল সঙ্গ 
সবুজ বুকে হরিতকী গাছের ছায়া 
নিম গাছের তলে প্রাণবন্ত বাতাস 
নির্ভেজাল অক্সিজেনের আসা যাওয়া 
বেশি নয় সে চেয়েছিলো কোমল হাত 
চেয়েছিলো মন খারাপ দিনে বন্ধুতা।

প্রকাশিতঃ বুক পকেট

No comments:

Post a Comment