Thursday 10 December 2015

আগুনের ধারাপাত

মাঝেমাঝে থেমে যাও, রাখো কিছু স্পর্শ 
জারি থাক আঁকিবুঁকি, নরম পেলবে 
পায়ের চিহ্ন… বলো কতো রক্তাক্ত হবো? 
রক্তকণিকা চিনে, অলিখিত বিচ্ছেদ 
পরিচিত চিত্রপট, আস্ত কুঁড়ে খায় 
দুপুরের কষ্ট চিনেছে সকাল ঘড়ি 
সময়ের সমানুপাতিক শান্ত স্রোতে 
চেনা আগুন… কতো পোড়ালে থাকে ছাই 

অবশিষ্ট ছাইভস্ম বোঝে পুড়ে গেলে 
যা কিছু থাকে তার ডাক নামই মোহ 
সন্দেহের ব্যতিরেকে রয়ে যায় ছায়া 
পিছু লাগা নক্ষত্র জানে পথের মানে 
রুক্ষ পাথরও আঁকতে শিখেছে প্রেম 
দেখো… ক্ষত নিয়ে লীন হওয়া আগুন

প্রকাশিতঃ বুক পকেট

No comments:

Post a Comment