Thursday 10 December 2015

এপিটাফ

শ্রাবণে… ঝরঝরে রোদ বৃষ্টির আকস্মিক খেলা 
কে বা কারা যেন রেখে গেছে সুগন্ধি আতরদানি 
পলক ফেলে দাঁড়িয়ে যায় নির্ভেজাল সব চোখ 
ঘুমের ঘোরে নতুন করে কোন ডাকাডাকি নেই 

পাশে দাঁড়ানো সুপারি গাছ, নিঃসঙ্গতার শ্লোগান 
অবিরাম ছায়া দিয়ে ক্লান্ত নতজানু ভ্রান্ত মুখ 
রেখে গেছে জেসমিন আর রজনীগন্ধার স্টিক 
মাঝেমাঝে বকুলের ঘ্রাণ পাই, রিক্ততার স্বপ্নে।

নিয়মিত আয়োজনে ব্যস্ত, মনে রাখার কৌশল 
ভুলে যাওয়া কিছুনাম স্মৃতিপটে আঁকছে ছবি 
কারো কারো অভিমানী মুখজুড়ে আফসোস শুধু 
কৈশোর পেরোনো মেয়েটি বুকে চেপে রাখে কবিতা

সামনে দাঁড়ালে নামফলকে ভাসে করুণ নাম 
অবহেলায় শোয়া… প্রেমিকটি লেখেছিলো কবিতা  

প্রকাশিতঃ বুক পকেট

No comments:

Post a Comment