Wednesday 2 December 2015

সকালের সুর


ভুলে যাওয়া গিটারের ছয়টি তারে
এখনো ভেসে আসে টুংটাং। আশ্চর্য!
সংশয় ভুলে মুখ লুকাও, গর্ত খোঁজ
অকারণ আবেশে, হিসাবের অংক
ভুলে গেছো প্রাপ্তির অংশ নিয়ে।

মঙ্গলবারটাও বদলে যায় কুয়াশায়
কার থেকে পালাচ্ছো সারা সময়
নিজেকে চিনতে দাঁড়াতে পারো
আয়নার সামনে, প্রশ্নের পর প্রশ্ন
করে যাচাই করে নাও অবস্থান।

জয়ী ভাববার আগে একটু দাঁড়াও
বুকে হাত দিয়ে দেখো একবার
গভীরের শ্বাস গুলো কতো অসহায়
অসম, দোদুল্যমান প্রহসনে আজ
শান্ত হয়েছে, কুয়াশার সকালে।

থেমে যেতে যেতে ভাবতে পারো
সকাল মানে পরাজয়ের নামতা
সালতামামি জুড়ে আছে মরীচিকা
সামনে পথ চলেছো অনেকদূর
তবুও আগানোর খাতায় নেই প্রাপ্তি
এখনো অহংকারে ভাসাও নৌকা

মেঘ নেমে এলো, ঝড় নামবে এবার...

No comments:

Post a Comment