Tuesday 1 December 2015

অবগাহন

ভুল পথে অনেকটুকু আগানো হলো। প্রত্যাশার বুকে ছুঁড়ি চালালো কে, এতো কঠিন উল্লাসে। ভ্রান্তি ছুঁড়ে ফেলে দিই পিছনের পথে। ঠিক এভাবেই এগিয়ে চলেছি পিছন ফেলে দীনতা। মায়াবী আবেগ টুকু লাগাম টনতে টানতে হয়ে গেছি ঘোড়সওয়ার। কোনো আরব্য ঘোড়ার পিঠে চড়ে ছুটে চলেছি দিগ্বিদিক। জানি না এর শেষের কাঙ্ক্ষিত মিলনের বিন্দু।

যাযাবর জীবনের পথে পথে দৌড়তে গিয়ে হারিয়ে ফেলেছি অনেক। যা কিছু পেয়েছি নাগাল জুড়ে, তার পুরোটা মরীচিকা। শেষের রেশটা বিরহ সহকারে বৃষ্টি নামায়। আভিজাত্য নিয়ে মুখে হাসি ফোটাই। ক্ষত বুকে প্রলেপ মাখি। আটকে রাখি নিজেকে, সব মিথ্যে মিথলজির আবরণে।

আমার গল্পগুলো সত্যের মতো, তবে সত্য নয়। আংশিক মিথ্যে এসে তাঁবু গেড়েছে তার সাথে। মিশে গেছে প্রণয়ের অন্তরালে। দুষিত হয়ে পড়ছি ক্রমশ। মুক্তির অপেক্ষায় এখন আর দুরবিনে চোখ পাতি না। আপেলের অর্ধেক অন্ধকার। বাকি অর্ধেকে মুখোশ পড়া কোনো হলোকস্ট।

ক্রুসেডের মতো নীল হচ্ছি একটু একটু করে। ছড়িয়ে পড়ছে পচন সমগ্র শরীরে। একদিন সবটুকু রক্ত ঝরে গেলে নিষ্প্রাণ দেহটুকুও রক্ষা পাবে না। ছিঁড়ে ছিন্নভিন্ন করে বিজয় উল্লাসী ধ্বনিতে লিখা হবে পরাজয়ের সুনিপুণ এক কারুকার্য।

No comments:

Post a Comment