Thursday 10 December 2015

মেহমান

দীর্ঘ প্রবাস জীবন শেষ করে আপনি এলেন।
দেখুন, এই সেই বিশাল মাঠ যেখানে বর্ষায়
কাদাজল লুটোপুটি খেতো, আমরা শীতের রাতে
আগুন জ্বালিয়ে পান করতাম মদ —চন্দ্রালোকে।

গ্রীষ্মের রাতে জ্যোৎস্নার আলোতে মনোমুগ্ধকর
পরিবেশে অজস্র বিনিদ্র রাত— মনে আছে আজো!
ঠিক পিছনে ছিলো একটা জীর্ণশীর্ণ ছোট্ট ঘর,
ছিলো বৃষ্টিফোটা, সূর্যের আলোর পূর্ণ বিচরণ

বদলেছে অনেক কিছু। সবুজ বদলে দ্রুতই—
গড়েছে ইট সিমেন্ট সভ্যতা, ঘরের আকারও
বদলেছে। দীর্ঘ অভিজ্ঞতার কারণে আপনার
স্মৃতির কার্নিশে আজো উজ্জ্বল ভাসমান নক্ষত্র।

অত্যাধুনিক জিনিষপত্র। প্রত্যেকের আলাদা ঘর।
শুধু… আপনার আয়োজনটাই বাদ পড়ে গেছে!

প্রকাশিতঃ বুক পকেট

No comments:

Post a Comment