Thursday 10 December 2015

কাঁটাতার

ভাষা নিজেই টেনে দেয় এক বিশাল বিভাজন
এপার ওপারেই বদলায় জানাশোনা ভূগোল
শিকর আঁকড়ে ধরা মানুষ ক্রমশ নামহীন,
মাছি ভেবে দুরদুর করেই তাড়ায় অহেতুক।

জমিদারি প্রকাশের উপযুক্ত সময় এখন
প্রচারিত হোক নিজ কীর্তন, যাদের গা লেপটে
আছে মাটির ঘ্রাণ, যারা পেরুলো সীমানা দেয়াল
তাদের কে অবাঞ্ছিত করে দাও ও’ ভদ্রপল্লিতে

অচ্ছুত সমাজ, ছুঁলেই চলে যায় সম্মানবোধ
তাদের দিয়ে দাও উপমা, অন্ধ বিশ্বাসের ‘পরে
নিজেকে তুলে ধরো নড়বড়ে ভ্রান্ত বিলাসিতায়
উপমাটুকু টিকে থাকুক আভিজাতিক মোড়কে

প্রাচীরসম কাঁটাতারের পাশে — অভদ্রপল্লির
নাম হয় ‘বেড়া টপকানো মাল’, কিম্বা ‘মালাউন’।

প্রকাশিতঃ বুক পকেট

No comments:

Post a Comment