Wednesday 2 December 2015

স্বপ্ন

ভুল বৃত্ত। ভাঙার আগেই ক্ষত শরীরের পায়চারী
মাত্রা ভাঙার নিমিত্তে হাঁক ছেড়ে ওঠে বারবার ,
নগর দারোয়ান চিৎকার করে জানান দেয়
রাতের সঙ্গী হিসেবে কুকুর তাড়ানোর আয়োজন
রাত বাড়লে, ম্লান হয় না সাদাকালো স্মৃতিপট,

ছিঁড়ে খায় আমাদের সবটা রঙ, নগর রাজপথে
বেওয়ারিশ প্রাণের হাহাকার, হুশিয়ার সাবধান
বলে হুইসিল বাজায়। চাঁদের লজ্জা ভাঙলে
কোজাগরী ঈশ্বরের সামনে গিয়ে দাঁড়াতে পারি।

আমি শয়নকক্ষে বিছিয়ে দিই সুগন্ধি ফুল
ছিটিয়ে দিই, দামী গোলাপ জল, পারফিউম
সুঘ্রাণের তীব্রতায় ঘুমটুকু পালিয়ে যায়
সুবহেতারার আগমনে মসজিদ হতে ভেসে
আসা আজানের ধ্বনি, পথে আলো আসে নি।

সূর্যোদয়ের পরপরই আমি ঘুমিয়ে যাই,
এই যাত্রাপথে কোনো স্বপ্ন লেখা থাকে না
সুগন্ধিও না, নগর দারোয়ানের হুইসিল
কুকুরের হাঁকডাক কিছুই থাকে না,
তবুও অনেক মানুষ পাশে দাঁড়িয়ে থাকে।

No comments:

Post a Comment