Sunday 27 December 2015

অন্ধকার ৬

একটি অন্ধকার পথ আঁকড়ে ধরেছে পুরনো নেকড়েবাঘ। সংখ্যাতত্ত্বের ভুল অংকে ঘুম পাড়িয়ে দিতে পারে না আমাদের চোখ। তবুও ব্যর্থ প্রয়াসে গ্লানি আঁকতে বসেছে একদল অপরিপক্ক চিত্রকর। ঘৃণাভরে আঁকছে দানবের ছবি। এরপর সুযোগ পেলেই তার প্রদর্শনী। চারপাশে ছড়িয়ে দিচ্ছে দূষণ, পচা গন্ধে ভরে যাচ্ছে সব দিক।

ইতিহাসকে অস্বীকার করার মন্ত্র পাওয়া যায় কোথায়, তা নিয়েই অনেক কান কথা লুকানো। আমি দেখি অন্ধ বিভ্রান্ত কিছু মুখ, যারা ভ্রান্ত বিশ্বাসে বকে যাচ্ছে সত্যকে অস্বীকার করে, অসত্যের জয়গানে লিখে রাখছে নিজেদের নাম। প্রচার করছে তাদের চেহারা বড়ো গলায়, ক্ষতবিক্ষত শরীরে।

কোনো গ্লানি নেই চেহারায়, নেই কোনো হাহুতাশ। স্বাধীনতা পেয়েই যেন স্বার্থের খেলায় বিকিকিনি তে নিলামে উঠছে মানচিত্র। সাতান্ন সংখ্যাটি ব্যর্থ আজ মানবতার আড়ালে। নাকি ভোটের অংকের মারপ্যাঁচে সেও পড়েছে ভদ্রতার মুখোশ।

এভাবেই কেটে যায় দিন, একদিন সভ্যতা গড়ে তুলবে জাদুঘর। সেখানে মুখোশ ঝুলবে মানুষের চেহারার আদলে। সারা পৃথিবীর মানুষ সেখানে যাবে ঘৃণা জানাতে। সেদিন সেখানে সবচেয়ে অবহেলায় আপনিও স্থান করে নিবেন। মানুষ আপনাকে নিয়ে আফসোস করবে, আপনার আত্মাও সেটাকে নিয়েও আত্মতৃপ্ত মনে গুণগান গাইবে।

কথা দিলাম....

No comments:

Post a Comment