Thursday 10 December 2015

উৎসব

সমুদ্র গর্জন শান্ত হলেই আমরা বাড়ী ফিরি
ফেরার সময় রেখে আসি, অলিখিত তাপ — চাপ
ভবঘুরের মিছিলে বিশাল মুহূর্তগুলো একা
তারুণ্যের ক্ষয় মুঠোফোন আর ভ্রান্ত অন্তর্জালে

মন্দিরের ঘণ্টার আশ্বাসে সময়ের ডাকাডাকি
গির্জার ও’প্রান্ত থেকে যিশুর ছলছলে আহ্বান
ইমামের পাঞ্জাবি জুড়ে সুরমা আতরের ঘ্রাণ
দৈনন্দিন প্রার্থনায় ভিক্ষুর উদাত্ত নিমন্ত্রণ।

ওদিকে চলছে উৎসব শ্রেষ্ঠত্বের আয়োজনে
কে কাকে ছাড়িয়ে তা নিয়েই এক যুদ্ধযুদ্ধ খেলা
অবিশ্বাসী কলম ভুলেছে মৈত্রীর সব বন্ধন
পবিত্র গ্রন্থাদির লেখাগুলো ক্রমশ মুছে যায়।

অজস্র রক্তক্ষরণের শেষে শান্ত সমুদ্র তীর
ভেসে ওঠে ফসিল, জীবিত চোখের মিথ্যে বিশ্বাসে।

প্রকাশিতঃ বুক পকেট

No comments:

Post a Comment