Wednesday 9 December 2015

ঋতু

পেরিয়ে যেতে যেতে দূরে সরে গেলাম
চোখ মেলে আজো দেখি নি সময়টাকে
পালাতে গেলে বদলে যায় ঋতুচক্র
চক্রপথে ঘুরতে থাকে লাটিম প্রাণ।

স্পর্শ ভুলে গেছি ঠিকানা সহ, হারিয়ে
ফেলেছি শেষ সম্বলটুকু, ছিঁড়ে জুতো
আরো কয়েকভাগ হলে নির্লজ্জ চাঁদ
পরিচয় লুকোলে জিপসি মনে হয়

নিজেকে দশের চে' আলাদা মনে হয়
সমভাষী একই বর্ণের মানুষের
চোখে বিস্ময় খেলে যায় গবেষণায়
উৎসুক মন হাঁক ডাকে জোরেশোরে

যাযাবর পখিরা শুধু উষ্ণতা খোঁজে
এর বাইরে অন্য কোনো কিছুই নয়
ওম পেলে তারা পোষ মানে শীতকাল
প্রেম পেলে উড়ে বেড়ায় উঠোন জুড়ে

ঋতু বদলে গেলেই চলে যায় দূরে
আর ফিরে না কখনো, ফেরানো যায় না
জিপসি'রা প্রেম ভুলে যায় অতিদ্রুত
তার চেয়ে দ্রুত ভুলে নিজস্ব ঠিকানা।

No comments:

Post a Comment