Wednesday 10 August 2016

রুই সামান্থা

রুই সামান্থা
- ইমেল নাঈম

সূর্যোদয়ের দেশেও সূর্যাস্ত হয়
বন্ধুত্বের উষ্ণতা মাপতে হারিয়ে যায়
পরিচিত মুখ। অপ্রকাশিত ব্যথা
বারবার রক্তাক্ত করে লালসবুজ।

নির্মাণ শিল্পে অবদান নাকি প্রহসন -
প্রশ্নের সামনে দাঁড়ায় নি সাধারণ
অপরাধী নয়, তবুও মাথা নিচু

লিখে দেওয়া মৃত্যুর পরোয়ানায়
প্রেরকের নাম অলিখিত থাকে
ঈশ্বরের নামেই হালাল হয় অপরাধ;

পিছনের পথে এগিয়ে যায় চাকা
প্রবৃদ্ধি থেমে যায় এমন দৃশ্যপটে
চিত্রকল্পে ঈশ্বর প্রশ্নবিদ্ধ নন,
মানুষকে প্রশ্ন করি ঘুরেফিরে,
বিভাজন রেখা টানেন সেই মানুষই

অন্ধকে আলো দিতে নেই, দেখেও
তারা দেখেনি অনেক কিছুই
দৃষ্টিবানকে সমৃদ্ধির পথ দেখাতে
গিয়ে হারিয়ে গেলেন রুই সামান্থা

নানা খবরের মাঝে শিরোনামঃ
আহত হয়ে ঝরলো গোলাপ ফুল...

No comments:

Post a Comment