Tuesday 2 August 2016

জাকির হোসেন শাওন

জাকির হোসেন শাওন
- ইমেল নাঈম

অংকে খুব কাঁচা, এতোটা তফাৎ কেনো বাস্তব চিত্রে
পিঠে বিক্রেতা মা সারাদিন খোঁজাখুঁজি করে ক্লান্ত
জানেনা শাওনের খোঁজ। গরিব পেট ধর্ম বোঝে না,
সারাদিন শেফের সাহায্যকারী হিসেবে দিন কাটায়।

মাসের শেষে হাজার চারেক টাকা আর পিঠেপুলি
বিক্রির টাকাই একমাত্র সম্বল, তার বাবা রিকশায়
প্যাডেলে চাপ দিতে ভুলেছে। ছোটো ভাই তিন জন,
অভাবী সংসারের সব খরচ জোটে দু'জনের আয়ে।

সন্দেহভাজন চোখ সন্দেহ করে নির্দোষ অনুভূতিকে
সেই তালিকায় উঠেও ওঠে নি তার নাম, যদিও
ভেসে এসেছিলো নির্যাতনের রোজনামচা, আমলে
নেয়নি হতাশাগ্রস্ত কোটি চোখ। সত্য প্রকাশেও অনড়
আতঙ্কিত মন, নিজের দোষ খুঁজতে খুঁজতে ক্লান্ত।

তারিখ ১, রক্তাক্ত গুলশান। ঈশ্বরের নামে হত্যাকাণ্ড
মরে গেলো অনেকেই কারণ বোঝার আগে, কেউ
পালায় সুযোগ বুঝে। শাওনের শরীর ক্ষতবিক্ষত।
বেঁচে থাকার জীবন যুদ্ধে মরে ফিরে যায় কিছু প্রাণ
ঈশ্বর বোঝেন কিছুটা, উনিও পান পরাজয়ের স্বাদ।

No comments:

Post a Comment