Wednesday 3 August 2016

ব্যর্থ সংলাপ

ব্যর্থ সংলাপ
ইমেল নাঈম

প্রিয় ইসাবেলা, ভ্রান্ত সময়ের ফেলে আসা
পদধ্বনি এখনো কানে বাজে, চার্চের ঘণ্টা
থেমে গেছে। খানিক আগেই ইটের সলিং
পেরিয়েছে একটা দুরন্ত কিশোর সাইকেল।

মিশনারি ইশকুল ফেলে খানিকটা পথ বাকি
এই পথে পরতে পরতে জমে আছে কৃষ্ণচূড়া
গ্রীষ্ম পেরিয়ে যায়, পথের দৈর্ঘ্য কমে না

মধ্যবিত্ত সমাজ আর মফস্বলের ঘ্রাণ
বাজিয়ে তোলে ভিতরের গোপন অর্কেস্ট্রা
প্রতিনিয়ত আমাতে সুর তুলছো তুমি...

দু'ধারে গাছের সারি, থেমে যেতে শুনি
অচেনা কোনো পাখির ডাক, মুহূর্তে 
কান পেরোয় শব্দসুর, আকাশে মেঘ নেই
গুমোট আবহাওয়ায় নেই স্মারকচিহ্ন।

প্রথম দর্শনের মতো হারিয়ে যাও তুমি
প্রেম আর অপ্রেমের মধ্যে বিভ্রমরেখা টেনে,
সন্ধ্যার আজান শোনেনা কান্নার ডাক
ছুঁড়ে ফেলা খাতাজুড়ে শুধু ব্যর্থ সংলাপ।

No comments:

Post a Comment