Saturday 6 August 2016

অ্যাডেল পাগলিসি

অ্যাডেল পাগলিসি
- ইমেল নাঈম

অসমাপ্ত উপন্যাসের শেষ শব্দ হয় মৃত্যু। বরণীয় নয়, তবুও আসে অলক্ষ্যে। তুমিও চাও নি এমন দিনের সূচনা, তোমার চারপাশের অন্যমুখটিও নয়। মৃত্যুকে নিয়ে কোনো কবিতা লেখা হয় নি। প্রেম আর দ্রোহের মানচিত্রে তাকে নিয়ে খুব একটা কবিতা লিপিবদ্ধ নেই।

কর্মব্যস্ত দিন, উৎসবের ছুটি পাশাপাশি এসে মিশে যায় এমন দিনে। আততায়ী রূপে ঢুকে পড়ে ধর্মের সেবকরূপী ভণ্ড। তুমিও আতঙ্কিত চোখে দেখছো শয়তানকে। ঠিক মানুষের মতো, কিন্তু মানুষ নয়। তারা অবিরাম ছুটে চলেছে রক্তের খোঁজে। এরবেশি কিছু জানা হয় নি তোমার। বুলেট নিয়ে গেলো প্রাণের অস্তিত্ব।

ঈশ্বরকে পাবার জন্য, তাগুত শব্দের মাহাত্ম্য গাইতে গাইতে ঈশ্বরকে অপরাধীর তালিকায় বসিয়ে দিচ্ছেন অন্ধ সেবক। ধর্ম প্রতিষ্ঠায় প্রাণ, জেহাদের ভুল ব্যাখ্যা কিংবা স্বর্গের অপ্সরী, অমেধাবী মেধাকে ক্রমাগত ভুল পথে নিয়ে যাওয়া কালকাঠি নাড়ানো চরিত্র অচেনা থেকে যায়।

পোশাক শিল্পের চাকা আটকায় অহেতুক স্পন্দনে। থমকে দাঁড়ায় ষোলো কোটি প্রাণ। অ্যাডেল পাগলিসি স্বর্গ খুঁজে পেতে আর কতটা পথ হাঁটবেন আপনি? ঈশ্বরের দেখা পেলে জেনে নিবেন ওনার থেকে প্রেম আর অপ্রেমের সংজ্ঞা।

No comments:

Post a Comment