Thursday 11 August 2016

ক্লডিও কাপেল্লি

ক্লডিও কাপেল্লি
- ইমেল নাঈম

প্রান্তবর্তী সন্ধ্যায় রক্তাক্ত ইকেবানা মরে যায়
খুলে পরে তার যত সাজসজ্জা, নির্লজ্জের
জয়গান লেখা হয় শান্তিরমাসে, বদ্ধ শয়তান
সেও খেলছে এক্কাদোক্কা - লাশের উপর
মৃতের পাহাড় জন্ম নেয় অকারণ ছদ্মবেশে

বিভক্তি আমাদের জিনগত বৈশিষ্ট্য, নিজেরা
আঁকি বিভাজন রেখা, নিজেকে প্রকাশ করি
কথার মারপ্যাঁচ, গোলকধাঁধায় ফেলি সবাইকে
খুব দ্রুতই ভুলে যাচ্ছি রক্তপাতের কথা।
আগাচ্ছে না আমাদের স্বপ্নদেখার পরিসীমা।

স্বপ্ন দেখার বন্ধুরা চলে গেলো অসময়ে
কালো কাপড়ের হায়েনারা নামলো নিরাপত্তার
চাদরে ঘেরা পৃথিবীতে, শুয়োরের হুক্কাহুয়া
ডাকে অসহায় মানুষের চোখ খুব অসহায়
ঈশ্বরের নাম সহজেই বিক্রি হয় ভণ্ডের হাতে।

বানোয়াট গল্পের পিছনে লুকোনো ধ্রুব সত্য
তাকে আড়াল আঁকতে গিয়ে নির্বাক পিকাসো
এঁকে ফেলছিলেন ক্লডিও কাপেল্লির পোট্রেট।
উনি শান্তির পায়রা আঁকার জায়গায় আঁকলেন
ধ্বংস স্তূপের মাঝে দাঁড়ানো অসহায় পৃথিবীকে।

No comments:

Post a Comment